Saturday, September 11

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত

বৃদ্ধ মায়ের প্রতি ছেলের নিষ্টুর আচরণ প্রকাশিত সংবাদের ভিন্ন মত পোষন করেছেন সিরাজ উদ্দিন চৌধুরী


সিলেটের কানাইঘাটে এক বৃদ্ধ মায়ের প্রতি নিষ্টুর আচরণের ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শিরোনামে কয়েকটি অনলাইন পোর্টাল ও পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিন্ন মত পোষন করে প্রতিবাদ জানিয়েছেন কানাইঘাট চাপনগর গ্রাম নিবাসী বর্তমানে সিলেট শহরের আম্বরখানা এলকায় বসবাসরত প্রবাসী সিরাজ উদ্দিন চৌধুরী। তিনি এক লিখিত প্রতিবাদে জানান সামাজিক ভাবে তার মানসম্মান ক্ষুন্ন করার জন্য কতিপয় লোকদের ইন্ধনে তার ভাগনি সানজিদা সুলতানা (যার সাথে বর্তমানে আমার কোন সম্পর্ক নেই) কানাইঘাট থানায় সাজানো অভিযোগ দিয়ে আমাকে হেপ্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ লিপিতে সিরাজ উদ্দিন চৌধুরী বলেন তার বাবা জয়াহিদ আলী  মারা  যাওয়ার পর থেকে তিনি তার মা শুক্কুরা বেগমের সর্ম্পুন্ন ভাবে ভরন পোষন সহ অদ্যবদি প্রর্যন্ত মায়ের সেবা যন্ত করে আসছেন। মাকে সিলেট শহরের নিজ বাসায় রেখে যাবতীয় চিকিৎসা প্রদান সহ তার দেখাশুনা করে আসছেন তার স্ত্রী রওশনা বেগম সহ পরিবারের লোকজন। গত ০১ সেপ্টেম্বর আমার মা নিজ বাড়ী চাপনগর গ্রামে আসার জন্য সিলেট শহরের বাসা থেকে বের হয়ে আমার খালাতো ভাই কানাইঘাটের ধনমাইরমাটি গ্রামের হাফিজ তাজ উদ্দিনের বাড়ীতে বেড়াতে যান। কয়েকদিন সেখানে থাকার পর গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সড়কের বাজারে আমার খালাতো ভাইয়ের স্ত্রীর সাথে ঔষধ নিয়ে লেগুনা যোগে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘনায় আমার মা শুক্কুরা বেগম গুরুতর আহত হন। সাথে সাথে তাকে আমার খালাতো ভাই হাফিজ তাজ উদ্দিন সিলেট এম.এজি.ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এনে সেখানে ভর্তি করেন। আমার মায়ের দূর্ঘনার সংবাদ খালাতো ভাই তাজ উদ্দিন  জানালে আমি সহ আমার স্ত্রী রওশনারা বেগম আমার মাকে দেখতে ওসমানি হাসপাতালে যাই এবং তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেই আমি অসুস্থ্য থাকার কারনে আমার খালাতো ভাই হাফিজ তাজ উদ্দিনকে মায়ের দেখাশুনা করার জন্য সেখানে সার্বক্ষনিক রাখি। প্রকৃত ঘটনা হচ্ছে আমার মালিকানাধীণ সিলেট শহরের একটি বাসা বছর খানিক পূর্বে আমার ভাগ্নি সানজিদা সুলতানা জবর দখলের চেষ্টা করলে সেই বাসা থেকে সামাজিক বিচারের মাধ্যমে দখল মুক্ত করে সানজিদা সুলতানাকে বাসা থেকে বের করে দেওয়ার পর থেকে সে আমাকে নানা ভাবে ক্ষতিসাধন করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে।  আমার মা শুক্কুরা বেগম সড়ক দূর্ঘনায় আহত হওয়ার পর এই সুযোগে বৃদ্ধ মাকে দিয়ে নানা ভাবে কথাবার্তা সাজিয়ে আমার ভাগনি সানজিদা সুলতানা নানা ধরনের ষড়যন্ত্র সহ আমার উপর প্রতিহিংসা পরায়ন হয়ে সামাজিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য আমি আমার মাকে সিলেট শহরের বাসা থেকে বের করে দিয়েছি গ্রামের বাড়ীতে মাকে ডুকতে দিচ্ছিনা তার চিকিৎসার খোজ খবর নিচ্ছিনা এসব সাজানো অভিযোগ এনে আমাকে হয়রানী করার জন্য সানজিদা সুলতানা থানায় অভিযোগ দায়ের করে। এরপর কিছু গনমাধ্যমে সানজিদা সুলতানার অভিযোগের ভিত্তিতে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধো যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা বাস্তবে সত্য নয় মায়ের সর্ম্পুন চিৎিসার খরচ সেবা যতœ আমি বহন করে আসছি। তিনি সুস্থ্য হওয়ার পর তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে সেবা যতœ করবো। বর্তমানে সানজিদা সুলতানার কারনে আমি বৃদ্ধ মায়ের দেখাশোনা করতে অনেকটা পারছিনা সে আমার মায়ের কাছে থেকে আমার ক্ষতি করার জন্য নানা ভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতএব সবার প্রতি আহব্বান জানাচ্ছি আমার বিরুদ্ধে যে সব অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ন ষড়যন্ত্র ও ভিত্তিহীন  এতে করে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।  


 বিনীত 

সিরাজ উদ্দিন চৌধুরী                                                    কানাইঘাট,সিলেট।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়