Thursday, April 15

লকডাউন অমান্য করায় কানাইঘাটে ১৪ জনকে জরিমানা

 


নিজস্ব প্রতিবেদক :

লকডাউনের   দ্বিতীয়   দিনে  বৃহস্পতিবার   কানাইঘাটে   ব্যবসা প্রতিষ্ঠান   খোলা   রাখার   অপরাধে   ও   ভোক্তা   অধিকার   আইনে   আরো   ১৪   জন ব্যবসায়ীকে   মোবাইল   কোর্টের   মাধ্যমে   নগদ   ২৬   হাজার   ৭’শ   টাকা জরিমানা   করা   হয়েছে।   

লকডাউনের   দ্বিতীয়   দিন   বৃহস্পতিবার   উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)   থানা   পুলিশকে   সাথে   নিয়ে   পৃথক ভাবে   কানাইঘাট বাজার,গাছবাড়ী  বাজার,  সড়কের বাজার  সহ  বিভিন্ন  হাট-বাজার পরিদর্শন   করেন।   এসময়   লকডাউন   অমান্য   করে   বিধি   নিষেধের   আওতায় ব্যবসা   প্রতিষ্ঠান খোলা  রাখার অপরাধে নির্বাহী  কর্মকর্তা   সুমন্ত ব্যানার্জী ৮ জন ব্যবসায়ীকে ১৩ হাজার ৯শ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা সড়কের বাজারে একই অপরাধে ও ভোক্তা অধিকার   আইনে   ৬   জন   ব্যবসায়ীকে   ১২   হাজার   ৮শ   টাকা   মোবাইলকোর্টের   মাধ্যমে   নগদ   জরিমানা   করেন।   এসময়   উপস্থিত   ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম সহ পুলিশ সদস্যরা। 

তবে লকডাউনের দ্বিতীয় দিন বিচ্ছিন্ন ভাবে অটোরিক্সা সিএনজি সহ ছোট-খাটো যান বাহন চলাচল করতে দেখা গেছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়