Thursday, March 18

সিলেট জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আনোয়ার উদ্দিনকে শুভেচ্ছা


কানাইঘাট নিউজ ডেস্ক :

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কানাইঘাট উপজেলার বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন। 


এ উপলক্ষে সম্প্রতি বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং  যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা রুহুল আমিনের সঞ্চালনায় এক অনুষ্ঠানের অায়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরদল এন.এম.একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী। 

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীরদল এন.এম.একাডেমির শিক্ষক শাহাব উদ্দীন,বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন,বীরদল এন.এম.একাডেমির শিক্ষক মামুন আহমদ, তাঁতী লীগ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি আদনান হক, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির প্রমুখ।


অনুষ্ঠান শেষে বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আনোয়ার উদ্দিন।
শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়