Saturday, March 6

সড়ক দুর্ঘটনায় নিহত মাও. আব্দুর রহমানের পরিবারকে ঘর দিচ্ছে ‘আল উস্ওয়াহ ফুযালা পরিষদ’


কানাইঘাট নিউজ ডেস্ক :

জামিয়া মাদানিয়া আঙ্গুরার কানাইঘাটের ফাযিলদের নিয়ে গঠিত আল উস্ওয়াহ ফুযালা পরিষদ কানাইঘাটের পক্ষ থেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জামিয়ার ফাযিল ঝিঙ্গাবাড়ি আগতালক কান্দী নিবাসী মরহুম মাও. আব্দুর রহমান রহ. এর অসহায় স্ত্রী সহ পাঁচ সন্তানদের বাসস্থানের জন্য চার রুম বিশিষ্ট একটি ঘরের ভিত্তিপ্রস্তর ও দোয়া মাহফিল শুক্রবার বাদ জুমঅা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন জামিয়া আঙ্গুরার সিনিয়র মুহাদ্দিস মাও. ফয়জুল হাসান খাদিমানী,  আল উস্ওয়াহ ফুযালা পরিষদের অর্থসম্পাদক চড়িপাড়া মাদরাসার মুহতামিম হা. মাও. জলাল উদ্দীন, পরিষদের সহ সভাপতি ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের জমিয়ত মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মাও. শামছুল ইসলাম, সহ সভাপতি মাও. জাকারিয়া আহমদ, সধারণ সম্পাদক মাও. আব্দুল কাদির সুরাইঘাটী, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রাজ্জাক, সমাজসেবা সম্পাদক মাও. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক হা. জামাল উদ্দীন, পরিষদের সদস্য মাও. শামীম আহমদ, হা. আব্দুল্লাহ, মাও. মাসুম আহমদ, হা. শামীম আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


ঘরের ভিত্তিপ্রস্তর ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা আব্দুর রহমানের অসহায় পরিবারের পাশে বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে অাসার অাহবান জানানো হয়।


যে কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭১৪৬০৯৮২৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়