Saturday, February 6

কানাইঘাটে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে বাদ দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা

 

নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ভাটি বারাপৈত গ্রামে গত ২৯ জানুয়ারি ফুটবল খেলার মাঠে একটি অপ্রীতিকর ঘটনার সাথে কোন মতে জড়িত নয় ভাটি বারাপৈত গ্রামের নিদোর্ষ ব্যক্তিদের নামে প্রতিহিংসা ও গ্রাজমূলক ভাবে মামলা দিয়ে হয়রানীর ঘটনায় ফুসে উঠেছেন এলাকাবাসী। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এলাকার সর্বস্তরের লোকজনদের উদ্যোগে মামলা থেকে নিদোর্ষ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবিতে ভাটি বারাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য সামছুদ্দিনের সভাপতিত্বে ও মোঃ আলিম উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় এলাকার মুরব্বীয়ান, বীর মুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধি সহ নেতৃবৃন্দ বলেন গত ২৯ জানুয়ারি ভাটিবারাপৈত গ্রামে ছোট ছেলেদের ফুটবল খেলা নিয়ে জয়পুর গ্রামের একটি টিমের সাথে তাদের প্রতিপক্ষ ফুটবল টিমের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জয়পুর গ্রামের ফখর উদ্দিনের ছেলে শমছের আলম আহত হয়। এ ঘটনাটি সামাজিক ভাবে নিষ্পত্তির জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উদ্যোগ নিলে কিছু স্বার্থন্বেসি মহল শমছের আলমকে বাদী বানিয়ে খেলার মাঠের অপ্রীতিকর ঘটনার সাথে একেবারে জড়িত নয় ভাটিবারাপৈত গ্রামের বেশ কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করে চরম হয়রানী করে যাচ্ছে। এমনকি এঘটনার সাথে জড়িত নয় ভাটিবারাপৈত গ্রামের ব্যবসায়ী ইয়াহিয়াকে গ্রেফতারের ঘটনায় এলাকায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন শমছের আলমের মামলাটি সম্পূর্ণ সাজানো ও প্রতিহিংসা মূলক। উক্ত মামলায় সম্প্রতি আন্দুরমুখ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে চড়াও হয়ে ভাটিবারাপৈত গ্রামের শিক্ষক কামাল উদ্দিনকে মারধর করে যারা তার দাঁত ভেঙ্গে দিয়ে রক্তাক্ত জখম করে ছিল এ ঘটনায় থানায় মামলা হয়। উক্ত মামলার আসামীদের যোগসাজসে শমছের আলম তার মামলায় শিক্ষক কামাল উদ্দিন ও তার মামলার ২জন সাক্ষী সহ ভাটিবারাপৈত গ্রামের যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে মামলায় আসামী করে হয়রানী করে যাচ্ছে। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত ব্যবসায়ী ইয়াহিয়া সহ শমছের আলমের দায়েরকৃত মামলা অধিকতর তদন্ত করে নিদোর্ষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য কানাইঘাটর থানার অফিসার ইনচার্জ সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজসেবি ফয়সল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওদুদ, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নিমার আলী, প্রবীন মুরব্বী আব্দুল ওদুদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য স্থানীয় আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, মাস্টার নুরুল ইসলাম, ইউপি যুবলীগ নেতা শরীফ আহমদ, হাফিজ আহমদ সহ আরো অনেকে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়