Sunday, November 22

কানাইঘাটে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর আউটলেট শাখা উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক  :

কানাইঘাটের গাছবাড়ী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর  আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ উদ্বোধন করেন দি সিটি ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় এভিপি মির অাবু সাইম। সিটি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং গাছবাড়ী শাখার আয়োজনে ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ অাহমদের সভাপতিত্বে ও সংবাদকর্মী মারুফ অাহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অামন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান অাব্বাস উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী তাওহীদুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক  মাহবুবুর রশিদ, সমাজসেবী বুরহান উদ্দিন, যুব সংগঠক মহি উদ্দিন জাবের।


উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক দি সিটি ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় এভিপি মির অাবু সাইম বলেন,’ প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে সহজে সকল প্রকার ব্যাংকিং লেনদেনের আওতায় এনে সব ধরণের ব্যাংকিং সেবা প্রদান করাই সিটি ব্যাংকের উদ্দেশ্য। সিটি ব্যাংকের এ শাখায় গ্রাহকদের জন্য সেভিংস, কারেন্ট, বেতন-ভাতা, ছাত্র-ছাত্রী ও অন্যান্য একাউন্ট খোলা, নগদ অর্থ উত্তোলন ও জমা, অন্য ব্যাংক বা একাউন্টে ফান্ড ট্রান্সফার রেমিট্যান্সের অর্থ প্রদান, পল্লী বিদ্যুতের বিল, গ্যাস বিল, মোবাইল বিল প্রদান, ক্ষুদ্র ও কৃষি ঋণের আবেদন গ্রহন, ডিপিএস/ফিক্সড ডিপোজিট সেবা গ্রহণ ও স্কুল কলেজের বেতন গ্রহণের সুবিধাসহ সব ধরণের ব্যাংকিং সেবার সু-ব্যবস্থা রয়েছে। গাছবাড়ী অঞ্চলের সকল শ্রেণিপেশার মানুষ এ ব্যাংকে আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবা গ্রহণ করে আর্থিক ভাবে লাভবান হবেন।’ উক্ত সভায় এজেন্ট উদ্যােক্তা রিজওয়ানুল করিম, সিটি ব্যাংকের ম্যানেজার তোফায়েল অাহমদ, সমাজকর্মী হিফজুর রহমান, ব্যবসায়ীমহল, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়