Tuesday, October 6

কানাইঘাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক:  

‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ স্লোগানে মঙ্গলবার (০৬ অক্টোবর) কানাইঘাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।

দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে আয়োজিত জাতীয় জন্ম নিবন্ধন দিবসের আলোচনা সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, দেশের প্রতিটি শিশুর জন্ম ও নাগরিকদের মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতা মূলক। এটা নিশ্চিত করতে পারলে দেশের জনসংখ্যার বাস্তব চিত্র সরকার জানতে পারবে। শিশু সহ নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জন্ম নিবন্ধন অবশ্যই আমাদের করতে হবে। সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় জন্ম সনদ লিপিবদ্ধ করার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। 

সভায় জাতীয় জন্ম নিবন্ধন দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়