Wednesday, May 6

শুধু যুক্তরাষ্ট্রেই ৭২ হাজারের বেশি মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় ৭২ হাজার ২৭১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬২৮ জন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে করোনার। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যের। নিউইয়র্কে আক্রান্ত হিসেবে শনাক্ত ৩ লাখ ৩০ হাজার ১৩৯ রোগীর মধ্যে ২৫ হাজার ২০৪ জন মারা গেছেন। বিশ্বের যেকোনো দেশের চেয়ে নিউ ইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যাও বেশি।
নিউ ইয়র্কের পর সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউ জার্সি। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৭০৫ জন। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। 
নিউইয়র্ক ও নিউ জার্সির পর সংক্রমণের হিসাবে তালিকায় উপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও কানেক্টিকাট। 
তৃতীয় স্থানে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য আক্রান্ত ৭০ হাজারের ২৭১ জনের মধ্যে ৪ হাজার ২১২ জন মারা গেছেন।
দেশের এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প দেশটির অর্থনীতি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তোড়জোর চালাচ্ছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়