Tuesday, May 26

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী শামসুদ্দিনে

নিজস্ব প্রতিবেদক:   
কানাইঘাটে করোনা পজেটিভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জামাল উদ্দিনের শ্বাসকষ্টজনীত কারণে অসুস্থ হলে তাকে একটি বিশেষ এ্যাম্বুলেন্স করে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টার দিকে ছোটদেশ গ্রামের নিজ বাড়ি থেকে এ্যাম্বুলেন্স যোগে জামাল উদ্দিনকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
এরে আগে সোমবার রাতে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর থেকে শ্বাসকষ্ট ও হাঁচি-কাশি দেখা দেয়। তিনি ডায়াবেটিস রোগে ভোগছেন বলেও জানা গেছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৬ মে ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়