Sunday, April 5

কানাইঘাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:   
কানাইঘাট বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী কামাল আহমদ (৪০) বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।
রোববার (৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় জীবান আহমদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জীবান দিঘীরপার ইউপির মানিকপুর গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
বাজারের ব্যবসায়ীরা জানান, কানাইঘাট উত্তর বাজারের আজিজ মার্কেটের বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের আব্দুল হকের ছেলে কামাল আহমদ বেচাকেনা শেষে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে দোকান হতে বের হন। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা নানা অপরাধের সাথে জড়িত জীবান আহমদ ধারালো চাকু দিয়ে ব্যবসায়ী কামাল আহমদের গলার নিচে কোপ মেরে রক্তাক্ত করে। এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারী এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তার আঘাত গুরুতর হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্যবসায়ী কামাল আহমদের উপর হামলাকারী জীবান আহমদ চরম উ শৃঙ্খল প্রকৃতির একটি ছেলে। সে পূর্বে কানাইঘাট বাজারে আরও একজনকে এভাবে চাকু দিয়ে কোপিয়ে আহত করেছিল। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। বিভিন্ন সময় বাজারে সে অপরাধ কর্মকাণ্ড করত।
এদিকে আহতের স্বজনরা জানিয়েছেন, ব্যবসার টাকা ছিনতাই করার জন্য জীবান চাকু দিয়ে কামাল আহমদকে আহত করে।
তবে পুলিশ বলছে বিষয়টি তারা খতিয়ে দেখছেন, কি কারণে ব্যবসায়ী কামালকে উ শৃঙ্খল বখাটে জীবান আহমদ হামলা করেছিল। আহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
কানাইঘাট নিউজ ডটকম /০৫ এপ্রিল ২০২০ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়