Tuesday, April 28

কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক:   

কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে সরকারি অনুদানের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল ৩টায় ৫ম ধাপে সরকারি অনুদানের ১০ কেজি করে চাল ও শুকনো খাবার ১৩০টি পরিবারে বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণের সূচনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির, ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ইউনিয়ন ট্যাগ অফিসার আব্দুল আউয়াল, উপজেলা আ’লীগ নেতা তাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ সহ ইউপি সদস্যবৃন্দ। 

১৩০টি পরিবারে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। চেয়ারম্যান আলী হোসেন কাজল জানান, তার ইউনিয়নে ৫ম ধাপে সরকারি অনুদানের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

এর আগে কয়েক’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির বলেন, কানাইঘাটে অত্যন্ত সুষ্ঠু ভাবে সরকারী অনুদানের চাল সহ খাদ্য সামগ্রী জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ অব্যাহত রয়েছে। অনেকে ইতিমধ্যে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ানোর জন্য তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

কানাইঘাট নিউজ ডটকম/২৮ এপ্রিল ২০২০



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়