Sunday, April 12

কানাইঘাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যেগে আয়োজিত বীজ ও সার বিতরণের সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান।এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কয়েকজন প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি উন্নতমানের ধানের বিজ ২০ কেজী ডিএপি ও ১০কেজী এমপিও সার বিতরণ করা হয় ।


এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর  সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার,  কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন,সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহীন অাহমদ প্রমুখ    ।

কানাইঘাট নিউজ ডটকম /১২ এপ্রিল ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়