Sunday, April 12

কানাইঘাটে মাথা ন্যাড়া করার হিড়িক!



নিজস্ব প্রতিবেদক  :
করোনা ভাইরাসের কারণে পুরো উপজেলা লকডাউন থাকায় ঘরবন্দি হয়ে পড়েছেন কানাইঘাটের মানুষ।
শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটি ও সেলুন বন্ধ থাকার কারণে মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে কানাইঘাটে। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ করা গেছে। কেউ কেউ মাথা ন্যাড়া করে সেই ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার কেউ সমবয়সী বন্ধুদের পাল্লায় পড়ে মাথা ন্যাড়া করছেন।

হঠাৎ করে একই সাথে মাথা ন্যাড়া করার বিষয়টি নিয়ে অনেকটা হাস্যরস সৃষ্টি হয়েছে।

কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী আবু উবায়দা ফেসবুকে নিজের এবং আরো কয়েকজনের ন্যাড়া মাথার ছবি পোস্ট করে বলেন,এই কমিটির সদস্য হতে চাইলে তিনি ফ্রিতে ফরম বিতরণ করবেন।

উপজেলার সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের রেজওয়ান হোসেন রাজ নামের একজন, ফেসবুকে পোস্ট করে বলেন,কি শান্তি লাগছে। আমার দেখে অনেকের হিংসা হইছে, তাই তারাও ন্যাড়া পার্টিতে যোগ দিছে।

আবু সিদ্দিক সায়েম জানান,  দীর্ঘ দিন পর মাথা ন্যাড়া করলাম, সমবয়সীরা সবাই মাথা ন্যাড়া করছে তাই আমিও তাদের দলে যোগ দিছি।

ফ্রিল্যান্সার আব্দুল কাদির জানান,প্রচন্ড গরমে থাকতে না পেরে আমি চুল কেটে ফেলেছি। আমার দেখা দেখি গ্রামের সমবয়সী ১২-১৫ জন একসঙ্গে ন্যাড়া হয়েছে।


কানাইঘাট নিউজ ডটকম /১২ এপ্রিল ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়