Thursday, April 30

স্যামসাংয়ের নতুন ফোনের তথ্য ফাঁস

কানাইঘাট নিউজ ডেস্ক:
স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এ২১এস শিগগিরই বাজারে আসছে। সম্প্রতি এই ফোনটির ছবি ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ফোনের প্রায় সব ফিচার ফাঁস করে দিলেন সুধাংশু আমভোরে। নিয়মিত বিভিন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন নির্ভুলভাবে লঞ্চের আগেই জানিয়ে দেওয়ার জন্য টেক দুনিয়ায় জনপ্রিয় এই ব্যক্তি।
টুইটারে সুধাংশু জানিয়েছেন, গ্যালাক্সি এ২১এ ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলা জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে স্যামসাং।
এই ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে পাওয়া যাবে ফোনটি যাবে ফোনটি। গ্যালাক্সি সিরিজের নতুন ফোনে থাকবে এফএম রেডিও, মাইক্রো ইউএসবি, ডুয়াল সিম, ৩.৫ মিমি অডিও জ্যাক ও ব্লুটুথ ৫.০। সাদা, কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়