Wednesday, November 27

শিক্ষার মানোন্নয়নে কানাইঘাটে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কানাইঘাট ছোটদেশ ইসলামিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বুধবার স্কুল মিলনায়তনে  শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,স্কুল  পরিচালনা পর্ষদের মধ্যে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাহিরের সভাপতিত্বে শিক্ষক জাকির হুসেনের উপস্থাপনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল
ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অাওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক রোটারিয়ান অাফসার উদ্দিন অাহমদ চৌধুরী ,সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশীদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমাদ উদ্দিন প্রমুখ। 

অভিবাবক সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৭ম শ্রেণির শিক্ষার্থী মামুন রশিদ মাহিন।

সমাবেশে অতিথিরা বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের গুরুত্বপূর্ণ পরামর্শ স্কুলের শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

কানাইঘাট নিউজ ডটকম/২৭ নভেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়