Sunday, November 10

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কাল,ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল সোমবার  কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সম্মেলন  উপলক্ষ্যে ইতোমধ্যে  সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কানাইঘাট পূর্ব বাজারে দুপুর ১২টায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। 

বিশাল আকারের সভা মঞ্চ তৈরী সহ সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে।   

রবিবার দিনভর সভা মঞ্চের কাজ ঘুরে তদারকী করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, কমিটির সদস্য নজির উদ্দিন প্রধান, সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, পৌর কাউন্সিলর বিলাল আহমদ, কাউন্সিলর তাজ উদ্দিন।  

সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্বীপনা বিরাজ করছে। কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংঠনের সিলেট দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


কানাইঘাট নিউজ ডটকম/১০ নভেম্বর ২০১৯ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়