Monday, November 11

দুঃসময়ের নেতাদের নেতৃত্বে আনা হবে: কাদের

দুঃসময়ের নেতাদের নেতৃত্ব আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বসন্তের কোকিলদের এনে দল ভারী করবেন না। কারণ বিপদ আসলেই তারা চলে যাবে। আমরা দুঃসময়ের কর্মী চাই, সুসময়ের বসন্তের কর্মী চাই না।

সোমবার রাজধানীর রামনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। 
ওবায়দুল কাদের বলেন, যাদের কোনো সাহস নেই, দলের দুঃসময়ে ছিলো না, দলের কোনো কাজ করেনি, তাদের নেতৃত্বে আনা হবে না। যাদের ক্লিন ইমেজ আছে ও যারা দলের জন্য নিবেদিত তাদেরই আনা হবে। 
চলমান দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে তিনি বলেন, দুর্নীতি করে কারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে তাদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। সব সেক্টরে দুর্নীতিবাজদের খুঁজে বের করা হবে। কোনো দুর্নীতিবাজ ছাড় পাবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অনেক উন্নয়ন করেছেন। মনে রাখবেন দশটি ভালো কাজ ও অর্জন একটি খারাপ কাজ নষ্ট করে দিতে পারে। 
স্বেচ্ছাসেবকলীগ প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, সরকারের দলের লোক এতো শৃঙ্খল থাকে আগে দেখিনি। বাহাউদ্দীন নাছিমের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটা কর্মী সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। 
আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সবচেয়ে বড় সমাবেশ করছে সেচ্ছাসেবী সংগঠন। এ সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ওইদিন মহানগর উত্তর ও দক্ষিণ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ  ফ ম বাহাউদ্দীন নাছিম, আওয়ামী লীগের আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন,স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক নির্মূল রঞ্জন গুহ,সদস্য সচিব সাচ্চুসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর নেতাকর্মীরা।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়