Tuesday, October 29

ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি। এ ভূমিকম্পের আঘাতে দেশটির অনেক বাড়ি-ঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। তবে আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রাথমিকভাবে জানিয়েছে, এটি ছিল ৬ দশমিক ৮ মাত্রার। মাত্র দুই সপ্তাহের কম সময় আগে ওই একই এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হনে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়