Saturday, October 19

৩৫০ শরণার্থীর মৃত্যুর ঘটনায় ইরাকি নাগরিক গ্রেফতার

সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে অস্ট্রেলিয়া পৌছাতে চেয়েছিলো শরণার্থীদের একটি দল। কিন্তু অতিরিক্ত যাত্রী বহনের কারণে মাঝ সমুদ্রে ডুবে যায় তাদেরকে বহনকারী নৌকাটি। ফলে অকুল সমুদ্রেই সলিল সমাধি হয় নৌকাটির সাড়ে তিনশ যাত্রীর। 

২০০১ সালের মর্মান্তিক এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৩ বছর বয়সী এক ইরাকি নাগরিককে গ্রেফতার করেছে অস্ট্রেলিয় পুলিশ। 
এক বিবৃতিতে অস্ট্রেলিয় পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত এই ব্যক্তিকে শুক্রবার নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অবৈধ ভাবে শরণার্থী প্রবেশের চেষ্টা করানোর অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে। সূত্র: রয়টার্স

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়