Saturday, October 19

সৌদিতে দুর্ঘটনা বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ১১

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর নিকটবর্তী এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন ওমরাহযাত্রী প্রাণ হারান। নিহত ৩৫ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ অক্টোবর) এই ঘটনা ঘটে।  এর আগে, সৌদি আরবের বাংলাদেশী দূতাবাস থেকে জানানো হয়, মরদেহগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে যে ডিএনএ পরীক্ষা ছাড়া মোট নিহত বাংলাদেশী নির্ণয় ও সনাক্তকরণ একবারেই সম্ভব নয়। সৌদির বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসীহ পরবর্তীতে জানান, ৩৫ জনের মধ্যে ১১ বাংলাদেশি নাগরিক ছিলেন। তবে, এখনও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়