তথ্যপ্রযুক্তি ডেস্ক ::
ভেরিফিকেশনের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম তৈরি করেছে ইউটিউব। এতে পূর্বের যাচাইকৃত অনেক অ্যাকাউন্টের ‘ভেরিফাইড’ ব্যাজ বাদ পড়েছে। বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন ইউটিউব প্রধান সুজান ওজসিকি।
এক বিবৃতিতে সুজান বলেন, যাচাইকরণ
প্রক্রিয়ায় নতুন কিছু মাত্রা সংযোজনের জন্য অনেকেই মানসিকভাবে আঘাত পেয়েছেন
এবং হতাশ হয়েছেন। সেজন্য আমি খুবই দুঃখিত। আমরা যখন এর মানোন্নয়নের জন্য
কাজ করে যাচ্ছিলাম তখন বিষয়টি আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেছে। আমরা
আপনাদের উদ্বেগের বিষয়টি নিয়ে কাজ করছি এবং খুব শিগগিরই আমরা আরো কিছু
আপডেট নিয়ে আসব।
বিভিন্ন প্রতিষ্ঠান, ব্র্যান্ড, শিল্পী এবং
ইউটিউবের বাইরে যারা বিখ্যাত তাদের পরিচিতিকে নিশ্চিত করার জন্য ইউটিউবের
নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। এতে ব্যবহাকারীরা যে কোনো অ্যাকাউন্ট খুব
সহজেই খুঁজে পাবেন।
ইউটিউব জানিয়েছে, যারা ভেরিফিকেশন ব্যাজ
হারিয়েছেন তাদেরকে নতুন করে আবারো কিছু ধাপ অতিক্রম করতে হবে। আর আপিলের
জন্য সময় দেয়া হয়েছে অক্টোবরের শেষ পর্যন্ত।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়