Tuesday, September 24

কানাইঘাটে ৩৫টি মন্ডপে হবে দুর্গাপূজা

সুজন চন্দ অনুপ::
কানাইঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। 

উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ৩৫টি মন্ডপে সার্বজনীন পূজা অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর মহালয়া ও ৪ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দেবীর পূজো এবং ৮ অক্টোবর বিজয়া দশমীর দিন দেবীকে বির্সজনের মাধ্যমে ঘটবে পূজোর সমাপ্তি। তাই সনাতন ধর্মাবলম্বীদের বিরাজ করছে উৎসবের আমেজ।

পূজোর কেনাকাটা করতে ব্যস্ত সময় পার করেছেন ছোট থেকে বড়রা।

পূজা উদডাপন পরিষদের সাধারণ সম্পাদক ভজন লাল দাস জানান, প্রতি বছরের মতো এ বছরও কানাইঘাটে ৩০টি সার্বজনীন মন্ডপে দুর্গাপূজা ও ৫টি সার্বজনীন কালিমন্দিরে কালিপূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সবাইকে দেবীর আরধনার করার আহ্বান জানান তিনি। 

এদিকে দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, প্রতিটি মন্ডপে পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে। এছাড়াও পুলিশ সদস্যের পাশাপাশি থাকবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এছাড়াও সার্বক্ষণিক থাকবে পুলিশি টহল। 

কানাইঘাট নিউজ ডটকম/২৪ সেপ্টেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়