Thursday, September 19

হাজারো নেতা-কর্মী নিয়ে যুবলীগ কার্যালয়ে নেতা সম্রাট

মধ্যরাতে হাজারো নেতা-কর্মী নিয়ে সংগঠনের কার্যালয়ে অবস্থান করেছেন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ল্যাংড়া খালেদকে অস্ত্রসহ গ্রেফতারের পর বুধবার রাতে কার্যালয়ে আসেন যুবলীগের নেতা-কর্মীরা।
তাদের ধারণা, চলমান অভিযানে গ্রেফতার হতে পারেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সেজন্য তারা কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
কার্যালয়ে অবস্থানরত সম্রাট গণমাধ্যমকে বলেন, খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর নেতাকর্মীরা সবাই অফিসে ছুটে এসেছে। তারা এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিনের তুলনায় কয়েকগুণ বেশি নেতা-কর্মীর কার্যালয়ে উপস্থিতি গ্রেফতার আতঙ্কের কারণ কি না জানতে চাইলে সম্রাট বলেন, ‘আমি আতঙ্কিত নই। আইনত যদি কোনও সংশ্লিষ্টতা পায়, তাহলে তারা অবশ্যই ব্যবস্থা নিতে পারে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়