Thursday, September 19

শাহজালালে ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে জরুরি অবতরণ করেছে। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উড্ডয়নের ১০ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করানো হয়।
জানা গেছে, ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি ০৮৪ ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী (এস২-এএইচভি)। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও ভেতরে না যাওয়ায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার পর ব্যর্থ হয়ে পাইলট পরবর্তীতে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন। 
বিমানের জনসংযোগ বিভাগের ম্যানেজার তাসমিন আহমেদ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, বিমানের ওই ফ্লাইটটি বাতিল করে অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান বিমানের এই কর্মকর্তা।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়