তথ্যপ্রযুক্তি ডেস্ক
কম ক্ষমতাসম্পন্ন পিসি ও স্মার্টফোনে চালানোর জন্য প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) এনেছে তাদের লাইট সংস্করণ। তুমুল জনপ্রিয়তার কারণে নতুন এই সংস্করণ বাজারে এনেছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট।
টেনসেন্ট জানিয়েছে, নতুন এই লাইট সংস্করণটি
দুই জিবির কম র্যামের ফোনেও খুব ভালোভাবে খেলা যাবে বলে দাবি করছে
টেনসেন্ট। লাইট আপডেটটির সাইজ ৪৯০ মেগাবাইট।
পাবজির লাইট সংস্করণ পাওয়া যাচ্ছে দক্ষিণ
পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলো, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার
দেশগুলোতে। এর বাইরেও কিছু অঞ্চলে লাইট সংস্করণটি পাওয়া যাবে। সেগুলো খুব
শিগগির আসবে বলে জানিয়েছে টেনসেন্ট।
২০১৭ সালের ২৩ মার্চ পাবজি গেমটি মুক্তি
পায়। সার্ভাইভাল ঘরানার গেমটিতে গেমারকে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য
গেমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেয়া হয়। এরপর এলাকায় থাকা অস্ত্র ও
অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি
ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়