নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মদিনা জুট মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান
জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। পথে শিবপুর
থানার মদিনা জুট মিলগেট এলাকায় পৌঁছালে বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা
দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন। আহত হন দুজন। তাদের
স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়