Monday, July 29

অপশক্তির বিরুদ্ধে অভিনব ছক সাজায় জোভান!

প্রতি রোববার নতুন চমকের মুখোমুখি দাঁড়ায় জোভান। কেউ তার জীবনকে তছনছ করার খেলায় মেতেছে। অচেনা অপশক্তির বিরুদ্ধে অভিনব ছক সাজায় সে। একের পর এক চমক ঘটনাকে নিয়ে যায় এক অনিবার্য নিয়তির নির্মমতার দিকে, যা শেষ দৃশ্য দেখার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারবে না। এখানে আমাদের নাগরিক জীবনের জটিলতার চিত্র স্যাটায়ার ও থ্রিলারের আবহে দেখানোর পাশাপাশি একটি মানবিক সচেতনতামূলক বার্তা দেয়া হবে।  

এমনি আবহের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক  ‘সানডে সাসপেন্স’। এতে অভিনয় করেছেন ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ। তার বিপরীতে এই নাটকে দেখা যাবে দুই অভিনেত্রীকে। তারা হলেন- নাজিয়া হক অর্ষা ও তাসনুভা তিশা। 
নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন কায়সার আহমেদ। ঈদের ৭ম দিন সন্ধ্যা ৬টায় এই বিশেষ নাটকটি প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভিতে। 
এদিকে, সম্প্রতি  ‘আগুনের দিন শেষ হবে একদিন’ শিরোনামের একটি নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ। পুরাণ ঢাকার  গল্প নিয়ে নির্মিত নাটকটিতে অসহায় এতিম ছেলে ইউসুফ চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটিও এই ঈদে প্রচারিত হবে। 
সূত্র:ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়