Monday, July 29

আফগানিস্তানে সাবেক গোয়েন্দা প্রধানের ওপর হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ ডটকম
আফগানিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান ও অন্যতম ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী আমরুল্লাহ সালেহ’র ওপর আত্মঘাতী গাড়ী বোমা ও বন্দুক হামলার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ৫০ জন।  
রোববার রাতে রাজধানী কাবুলে সালেহ’র রাজনৈতিক দল ‘আফগানিস্তান গ্রীন ট্রেন্ড (এজিটি)’ এর কার্যালয়ে এ হামলা চালানো হয় বলে দেশটির সরকারী কর্মকর্তা ও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন। - খবর ভয়েস অব আমেরিকা
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি’র সঙ্গে এক নির্বাচনী র‌্যালিতে অংশগ্রহন শেষে কার্যালয়ে ফেরার পর এ হামলাটি হয়।
হামলাকারীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত ছিলো। প্রথমে তারা পার্কিং করে রাখা একটি গাড়িতে বোমা বিস্ফারণ ঘটায়। এরপর কার্যালয় ভবনে প্রবেশ করে ও নির্বিচারে গুলি চালাতে থাকে। 
হামলা শুরুর কিছুক্ষণের মধ্যেই আফগান কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌছে এবং হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালায়। দীর্ঘ ছয়ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলার পর হামলাকারী চারজনের সবাই নিহত হন। 
তবে এ হামলায় আমরুল্লাহ সালে’র কিছু হয়নি বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট গনি। 
কোন দল বা গোষ্ঠি এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারনা করা হচ্ছে তালেবান বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়