Monday, July 22

গণপিটুনিতে রেনু হত্যা: চার জনের রিমান্ডের আবেদন

রাজধানী বাড্ডায় গণপিটুনিতে তাছলিমা বেগম রেনু হত্যার ঘটনায় বাচ্চু (২৫)  নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতার চারজনের রিমান্ডের আবেদন আদালতে পাঠানো হয়েছে।

সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল রাতে গ্রেফতার হয়- বাপ্পী, শাহীন ও জাফর।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অচিরেই বাকিদেরও গ্রেফতারের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, গণপিটুনির ঘটনার নেতৃত্বদানকারী হৃদয় নামে যুবককে এখনো আটক করা সম্ভব হয়নি। হৃদয় উত্তর বাড্ডায় তার বাবা হানিফ আলীর সবজির দোকানে কাজ করেন। এলাকায় আগে থেকে বখে যাওয়া যুবক হিসেবে পরিচিত সে।
সূত্র:ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়