Monday, July 22

ফের চাঁদের পথে চন্দ্রায়ন-২

প্রথমবার ব্যর্থ হবার পর দ্বিতীয়বারের মতো ফের চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ভারতের স্যাটেলাইট চন্দ্রায়ন-২। 

ভারতের স্থানীয় সময় ২টা ৪৩ মিনিটে এটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো’র ‘বাহুবলী’ জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রায়ন-২। ভারতের ইতিহাসে এটি প্রথম চন্দ্রাভিযান।
এই অভিযানটি সফল হলে ভারত চাঁদের বুকে পা রাখা চতুর্থ দেশ হিসেবে নাম লেখাবে।
উল্লেখ্য, গেল রোববার গভীর রাতে চন্দ্রায়ন-২ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় এর অভিযান।  
চাঁদের দক্ষিণ মেরু পাড়ি দেবে চন্দ্রযান-২। 
স্যাটেলাইটটিতে মোট তিনটি ভাগ রয়েছে। ভাগ তিনটি হল অরবিটার, ল্যান্ডার ও রোভার। 
চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে অরবিটার। চাঁদের মাটিতে নামাবে ল্যান্ডার। আর চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে রোভার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়