Wednesday, July 17

কানাইঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছে রাহিন উদ্দিন (১০) নামের শিশু। বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে কানাইঘাট পৌরসভার শিবনগর সাতকুড়ি বিল ভাসমান হাওরে ঘটনাটি ঘটে।
নিহত শিশু রাহিন উদ্দিন শিবনগর গ্রামের আব্দুল লতিফের পুত্র। সে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কানাইঘাট থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু রাহিনের লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে।
আরোও দেখুন>>>কানাইঘাটে পাশের হারে কলেজের চেয়ে মাদ্রাসা এগিয়ে: নেই জিপিএ-৫

জানা যায়, শিবনগর সাতকুড়ি বিল নামক ভাসমান হাওরে  নৌকা বাইচে দেখতে গিয়ে একটি নৌকা থেকে পড়ে গিয়ে বন্যার ভাসমান পানিতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে রাহিনের। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরোও দেখুন>>>কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু


পুলিশ সূত্রে জানা গেছে, রাহিনের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, তাদের ছেলে নৌকা বাইচে গিয়ে একটি নৌকা থেকে পড়ে বন্যার পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/১৭জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়