Saturday, December 13

জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা


কানাইঘাট নিউজ ডেস্ক:

কিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে শনিবার দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মূলধারার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বেলা ২টায় প্রথম অধিবেশনে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এখলাছুর রহমান (দৈনিক আমার দেশ ও জালালাবাদ), সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন শ্রীকান্ত পাল (দৈনিক সমকাল ও যুগভেরী), সহসভাপতি নির্বাচিত হন রিপন আহমদ (দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনামুল হক মুন্না (দৈনিক কালবেলা ও দৈনিক একাত্তরের কথা), যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর (দৈনিক সিলেটের মানচিত্র), সহ সাধারণ সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ (দৈনিক সংগ্রাম), অর্থ সম্পাদক কেএম মামুন (দৈনিক যায়যায়দিন ও কাজিরবাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস আলী (দৈনিক সুরমা মেইল), দপ্তর ও পাঠাগার সম্পাদক ওমর ফারুক (দৈনিক সিলেট মিরর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম খান (জকিগঞ্জ আইটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ফয়ছল (সিলেট এক্সপ্রেস), নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের চৌধুরী (দৈনিক জনকণ্ঠ ও দৈনিক শ্যামল), রহমত আলী হেলালী (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জাগ্রত সিলেট), আল হাছিব তাপাদার (দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক), কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এমএ মালেক চৌধুরী (কলামিস্ট), এমএ খালিক তাপাদার (আমেরিকা প্রবাসী সাংবাদিক), অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন (দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক সবুজ সিলেট), অপূর্ব পাল ( দৈনিক উত্তরপূর্ব) এবং আহমদুল হক চৌধুরী বেলাল (সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ)।

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলামিস্ট এমএ মালেক চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এ সময় সিলেট ভিউ২৪ডটকমের প্রতিনিধি মোহাম্মদ কয়েছ আহমদ, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি এম এ ওয়াহিদ চৌধুরী, দৈনিক আধুনিক কাগজ প্রতিনিধি জাহাঙ্গীর সাহেদকে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ প্রেসক্লাবের নবাগত হিসেবে সদস্যপদ প্রদান করা হয়। সভাপতি মনোনীত হয়ে এখলাছুর রহমান তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘জকিগঞ্জ প্রেসক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না। সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না বলেন, ‘সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জকিগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক ও সময়োপযোগী সংগঠনে রূপ দিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সফলতা কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়