Tuesday, July 23

নতুন যুগের সূচনা করতে চান শাকিব

কানাইঘাট নিউজ ডেস্ক:

আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ নির্বাচন। এ উপলক্ষ্যে সোমবার রাতে অনুষ্ঠিত হয় প্রার্থীদের পরিচিতি সভা। এ সময় কার্যনির্বাহী পরিষদের ৪১ প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় নতুন যুগের সূচনা করার জন্য সবার সহযোগিতা চান শাকিব খান।

শাকিব খান বলেন, আমরা সবাই মিলে কাজ করলে অবশ্যই আমাদের চলচ্চিত্র আবারো ঘুরে দাঁড়াবে। ৪১ জন প্রযোজক যদি প্রত্যেকে একটি করে চলচ্চিত্র নির্মাণ করেন, তবে আমাদের চলচ্চিত্রের জন্য শুভ। গত ঈদের পর থেকে দেখছি চারদিকে নতুন নতুন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আমি চলচ্চিত্র নিয়ে আশাবাদী। আমরা তো আর চলচ্চিত্রের স্বর্ণালি যুগে ফিরে যেতে পারব না। আসুন, সবাই মিলে আমরা এমন যুগের সূচনা করি, যা আগামী দিনে মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এফবিসিসিআইর অঙ্গসংগঠন। মামলা ও নানা জটিলতার কারণে সাত বছর ধরে বন্ধ ছিল এই সমিতির নির্বাচন। ২৭ জুলাই এই সমিতির নির্বাচন হতে যাচ্ছে। ১৯টি নির্বাহী সদস্যপদের জন্য নির্বাচন করছেন ৪১ প্রার্থী। এর আগে নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট।
এবারের নির্বাচনে কোনো প্যানেল থাকছে না। নির্বাচন হবে দুই ধাপে। প্রথমে সাধারণ সদস্যরা ১৯ জন নির্বাহী সদস্যকে নির্বাচিত করবেন। এরপর ১৯ জন মিলে সম্পাদকীয় পদের জন্য ১০ জনকে নির্বাচিত করবেন। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। 
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। সদস্য হিসেবে থাকবেন মোহাম্মদ জালাল উদ্দিন (উপসচিব), মো. খাদেমুল ইসলাম (সহকারী প্রোগ্রামার)। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আবদুর রহিম খান (যুগ্ম সচিব), সদস্য আব্দুছ সামাদ আল আজাদ (যুগ্ম সচিব), সৈয়দা নাহিদা হাবিবা (উপসচিব)।
এদিকে, শাকিব খান বর্তমানে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আসছে ঈদে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জাকির হোসেন রাজু ছবিটি নির্মাণ করছেন। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। এছাড়া কয়েকদিন আগে ‘বীর’ ছবির শুটিং শুরু হয়েছে। শাকিব খানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন কাজী হায়াত। 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়