Monday, July 22

গুগলের নতুন চমক ‘পিক্সেল ৪’

তথ্যপ্রযুক্তি ডেস্ক  :

নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ৪-এর পেছনে দুটি ক্যামেরা লেন্স আনার কথা জানিয়েছে গুগল। ডিভাইসটির দ্বিতীয় লেন্স নিয়ে ইতিমধ্যেই গ্রাহকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। দ্বিতীয় লেন্সটি টেলিফটো নাকি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হবে তা নিয়ে প্রশ্নও উঠেছে। তবে যেটাই ব্যবহার হোক এই ডিভাইসে, নতুন চমক বাজারে আসছে এটা নিশ্চিত!

ডিভাইসটি সম্পর্কে বেশকিছু তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে, নতুন দুইটি ডিভাইসেই থাকবে ছয় গিগাবাইট র‍্যাম। এর আগে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল স্মার্টফোনে চার গিগাবাইট র‍্যামের সঙ্গে রাখা হয়েছিল ৬৪ গিগাবাইট বা ১২৮ গিগাবাইট স্টোরেজ।
আইএএনএস এর খবরে বলা হয়েছে, বর্গাকার ক্যামেরা মডিউল ব্যবহার করা হবে পিক্সেল ৪ ডিভাইসে। মডিউলটির মধ্যে দুইটি ক্যামেরা সেন্সর রাখতে পারে গুগল। এ যাবৎ সবগুলো পিক্সেল ডিভাইসে একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া ডিভাইসটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না- সেটাও নিশ্চিত। এর থেকে ধারণা করা হচ্ছে পিক্সেল ৪ ডিভাইসে নিজস্ব ফেইস আইডি আনতে পারে গুগল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়