Wednesday, June 26

এলডিপি ছাড়লেন তিন প্রেসিডিয়াম সদস্য

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) তিন প্রেসিডিয়াম সদস্য পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার তারা দলের চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বরাবর লিখিত চিঠি দিয়ে দল থেকে পদত্যাগ করেন।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
পদত্যাগ করা প্রেসিডিয়াম সদস্যরা হলেন, আবদুল করিম আব্বাসী, মো. আবদুল্লাহ ও মো. আবদুল গণি। 
পদত্যাগের কথা স্বীকার করে আবদুল করিম আব্বাসী বলেন- হ্যাঁ, আমিসহ আরো দুই নেতা এলডিপি থেকে পদত্যাগ করেছি। গতকাল মঙ্গলবার এলডিপির চেয়ারম্যান বরাবর লিখিত চিঠির মাধ্যমে এলডিপির সব পদ থেকে আমরা পদত্যাগ করেছি। 
তিনি জানান, আমার সঙ্গে এলডিপির অন্য দুনেতা (প্রেসিডিয়াম সদস্য) অধ্যাপক আব্দুল্লাহ ও আবদুল গণিও পদত্যাগ করেছেন। 
কী কারণে এলডিপি ছাড়লেন জানতে চাইলে তিনি বলেন, একটি দল ছাড়ার পেছনে অনেক কারণ থাকে। সব কথা তো বলা যায় না। তবে, দল পরিচালনায় কর্নেল অলির অগণতান্ত্রিক (স্বৈরাচারী) ব্যবস্থাও দল ছাড়ার অন্যতম কারণ। 
এ বিষয়ে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ডেইলি বাংলাদেশকে বলেন, আসলে দীর্ঘদিন ধরে তারা রাজনীতিতে সক্রিয় নয়। আর সেভাবে দলে তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। তাই হয়তো হতাশা থেকেই পদত্যাগ করেছেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়