Thursday, June 27

তীব্র গরমের কারণে রাস্তাকেই সুইমিংপুল বানালো যে দেশ

তীব্র গরমে পুড়ছে ফ্রান্সসহ ইউরোপের শীত প্রধান দেশগুলো। গরমে একেবারেই হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে প্যারিসের আশপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় আবহাওয়া অফিসের আশঙ্কা, সপ্তাহ শেষে ভাঙতে পারে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

শুধু ফ্রান্সই নয় জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলোতে বুধবার তাপমাত্রা রেকর্ড করেছে। চলতি জুনে তাপমাত্রা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।  ফ্রান্স এবং সুইজারল্যান্ডে বৃহস্পতিবার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গরম থেকে নগরকে স্বস্তি দিতে রাস্তা ও আইফেল টাওয়ারের পাদদেশে অস্থায়ী ঝরনার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গরম থেকে স্বস্তি পেতে স্থানীয় নাগরিক ও পর্যটকেরা ছুটে আসছেন এসব ঝরনায়। 
ছবিতে দেখে নিন গরমের ইউরোপের জীবন কেমন-
আইফেল টাওয়ারের সামনে ঝরনার পানিতে স্বস্তি!
আইফেল টাওয়ারের সামনে ঝরনার পানিতে স্বস্তি!
রাস্তার পাশের খালে ঝাঁপ দিচ্ছেন দুই তরুণ
রাস্তার পাশের খালে ঝাঁপ দিচ্ছেন দুই তরুণ
ফ্রান্সের নিস শহরে যখন ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল!
ফ্রান্সের নিস শহরে যখন ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল!
রাস্তাতেই এখন পানির ঝরনা
রাস্তাতেই এখন পানির ঝরনা
জার্মানীর একটি চিড়িয়াখানায় হাতিকে পানি দিয়ে গরম থেকে রক্ষার চেষ্টা
জার্মানীর একটি চিড়িয়াখানায় হাতিকে পানি দিয়ে গরম থেকে রক্ষার চেষ্টা
আইফেল টাওয়ারের সামনের পুলে গরমে অতিষ্ঠ মানুষের উল্লাস
আইফেল টাওয়ারের সামনের পুলে গরমে অতিষ্ঠ মানুষের উল্লাস


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়