Sunday, June 2

ফাইভজিতে ইন্টারনেটের গতি কেমন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক ::

চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালুর পর ফাইভজি নিয়ে চলছে জোরালো কাজ। বিশ্বের অনেক জায়গায় ফাইভজি ব্যবহার শুরু হবে ২০২০ সালে। তবে চলতি বছরে যুক্তরাজ্যের বেলফাস্ট, কার্ডিফ, এডিনবার্গ, লন্ডন বার্মিংহাম ও ম্যানচেস্টার শহরে পরীক্ষামূলক ফাইভজি নেটওয়ার্ক চালু হয়েছে। শহরগুলোতে গতি পরীক্ষা করে দেখা যায়, ফোরজি নেটওয়ার্কে যে ফাইল ডাউনলোড করতে সময় লেগেছে ১০ সেকেন্ড, সেটা ফাইভজিতে মাত্র ৩ সেকেন্ড সময় লাগছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়েবসাইট লোডিং, গান ডাউনলোড, মুভি স্ট্রিমিং ইত্যাদি ক্ষেত্রে ফোরজির চেয়ে দশগুণ দ্রুতগতিতে কাজ করছে ফাইভজি। যুক্তরাষ্ট্রে সব ক্ষেত্রে ফোরজির জায়গায় ফাইভজি ব্যবহার শুরু হবে ২০২০ সালে। তবে ভেরাইজন, স্প্রিন্টসহ বেশকিছু প্রতিষ্ঠান এ বছরই ফাইভজি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে।
ডাউনলোডের ক্ষেত্রে ফাইভজি'র গতি বেশি হলেও আপলোডের ক্ষেত্রে এই গতি ফোরজির কাছাকাছি। সব জায়গায় ফাইভজির গতি সমান নয় তবে গড়ে ফোরজির চেয়ে ফাইভজির গতি ১০ গুণ বেশি। গড়ে গতি থাকছে ২০০ এমবিপিএস। ফোরজিতে এই গতি ২৫ এমবিপিএস।এখন পর্যন্ত ফাইভজিতে সর্বোচ্চ গতি পাওয়া গেছে ৯৮০ এমবিপিএস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়