Monday, June 3

শাহজালালে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে।
সোমবার (৩ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করার অনুমতি চায়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম থেকে অনুমতি পেয়ে অবতরণ করে। এসময় ফায়ার বিমানবন্দর রানওয়ে খালি করে রাখা হয় ও ফায়ার সার্ভিসকে প্রস্তত রাখা হয়। সকাল ৯টা ২৫ মিনিটে এটি অবতরণ করার পর প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ ছিলো। কয়েকটি ফ্লাইট এসময় ঢাকায় না নেমে ফিরে গেছে। ৯টা ৪৫ মিনিটে রানওয়ে প্লেন ওঠা-নামার জন্য খুলে দেওয়া হয়।
এ বিষয়ে বিমান বন্দর কন্ট্রোল বিভাগ থেকে বলা হয়, আমরা বিষয়টি শুনেছি তবে বিস্তারিত এখন বলতে পারছি না। তবে কি কারণে জরুরি অবতরণ এবং কতজন যাত্রী ছিল সে বিষয়ে কিছু জানা যায় নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়