Saturday, May 18

ইঁদুরের বিষ্ঠা ও শূকরের রক্ত দিয়ে সিগারেট তৈরি!

নিউজ ডেস্ক:

সারা বিশ্বে অধিকাংশ মানুষই ধুমপানে আসক্ত। এমন অনেকেই আছেন যারা সিগারেট ছাড়া এক মুহূর্তও চিন্তা করতে পারেননা। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও ত্যাগ করা অসম্ভব বলেই মনে করেন অনেকে। আপনি যদি ধারণা করে থাকেন, তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুরে সিগারেট তৈরি করা হয়। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল।   

সম্প্রতি এক গবেষণা থেকে জানা গেছে, সিগারেটের মুল উপাদানগুলোর মধ্যে একটি হলো ইঁদুরের বিষ্ঠা। আর সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত। নেদারল্যান্ডেসে এক গবেষণায় দেখা গেছে ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত।
নেদারল্যান্ডসের ওই গবেষণায় আরো দেখা গেছে, শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়। গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে। তারও আগে জানা গিয়েছিল, সস্তা সিগারেটের মধ্যে অ্যাজবেস্টস এবং মৃত মাছিও থাকে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়