Thursday, May 23

রাজধানীতে ট্রাফিক আইনে মামলা ৮ হাজার

নিউজ ডেস্ক:

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার ১৫টি মামলা ও ৩৬ লাখ ১২ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে পুলিশ। এছাড়া ২৭টি গাড়ি ডাম্পিং ও ৮৩২টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার দিনভর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেন ট্রাফিক উত্তরের ডিসি প্রবীর কুমার।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্র জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে ১৩৩টি, হুটার ও বিকনলাইটের জন্য ৪টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১ হাজার ৮০৫টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া ট্রাফিক আইন অমান্য করায় ৩ হাজার ১৬৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১১টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়