Sunday, May 12

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৭ শিশু নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে গজনীপ্রদেশে একটি স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ সাত শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি এএফপিকে বলেন, শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এই বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তালেবানরাই এই মাইন পুঁতে রেখেছিল বলেও জানান তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো মাটিতে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে।
গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স ৭-৯ বছরের মধ্যে ছিল। এদের মধ্যে চারজন একই পরিবারের।
এর আগে গত মাসে খেলার সময় মর্টার শেলের বিস্ফোরণে ৭ শিশু নিহত হয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের সংঘাতে অন্তত ৩৮০৪ বেসামরিকের মৃত্যু হয়েছে যার মধ্যে ৯০০ জন শিশুও ছিল। এছাড়াও আহতের সংখ্যা ৭ হাজারেরও বেশি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়