Sunday, May 12

মুসলিম-হিন্দু একসঙ্গে ইফতার

কানাইঘাট নিউজ ডেস্ক:

রহমত, বরকত, নাজাত ও সংযমের মাস মাহে রমজান। এই মাসে সকল মুসলিম বালেগ পুরুষ ও নারীর ওপর রোজা ফরজ করা হয়ছে। আর এই রমজানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভারতের মুসলিম ও  হিন্দুরা।

এই রোজায় দেশটির উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় মুসলিম ও হিন্দুরা একসঙ্গে ইফতার করে সাম্প্রদায়িক সম্প্রিতির অনন্য নজির দেখিয়েছে।
জানা যায়, সম্প্রতি আগ্রার হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানকার স্থানীয় মুসলিমদের সঙ্গে ইফতার করে তাদের রোজা ভেঙ্গেছে। আগ্রার দরগাহ মার্কাজ সাবরিতে ঘটেছে এই এঘটনা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জয় সিং বলেন, গত ২০ বছর ধরে এই স্থানে আসছি আমি। আমি গত দু’বছর ধরে রমজান মাসে রোজা রাখছি। তিনি আরো বলেন, আমি রোজা রাখছি যাতে হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়