কানাইঘাট নিউজ ডেস্ক:
মায়ের প্রতি ভালোবাসা কোন ভাষাতে বলেই শেষ
করা যাবে না। কারণ দুনিয়ায় মায়ের চেয়ে প্রিয় কেউ হতেই পারে না। মায়ের প্রতি
সন্তানের ভালোবাসা ৩৬৫ দিনই একই রকম। এই ভালোবাসার নিদিষ্ট কোন দিন থাকা
লাগে না। কিন্তু সব কিছুর যদি দিবস থাকতে পারে; তবে মায়ের জন্য কেন থাকবে
না?
সেই দিক দিয়ে আজ বিশ্ব 'মা' দিবস। এই দিনে সন্তানেরা মাকে বিশেষভাবে উইশ করে।
বিশেষ এই দিনে সাত সাগর তের নদীর ওপার থেকেও মাকে ভালোবাসার কথা জানাতে ভোলেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
ত্রিদেশীয় খেলতে এখন আয়ারল্যান্ডে
অবস্থান করছে টাইগাররা। সেখান থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে
নিজেদের অ্যাকাউন্ট মায়ের প্রতি ভালোবাসায় জানিয়েছেন।
মুশফিকুর রহিম : মা দিবসে
পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। বিশেষ করে নিচের তিনজন
মায়ের জন্য (মুশফিকের স্ত্রী, মা এবং শাশুড়ি) ভালোবাসা। তোমরা সবাই পৃথিবীর
সবচেয়ে অসাধারণ, সুন্দর মানুষ এবং আমার জন্য আশীর্বাদস্বরূপ।'
সাকিব আল হাসান : আমাদের
সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা
বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। যত্ন ও
ভালোবাসার সাথে সংসারে স্বচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর
সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।
সাব্বির রহমান : মা
পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ গভীর কোন অনুভূতি নেই।
মায়ের ভালোবাসা হয়তো পৃথিবীর কোন দাড়ি পাল্লায় মাপা সম্ভব নয়। পৃথিবীর
সব কিছু পরিবর্তনশীল কিন্তু মায়ের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। সেই
ছোট ছোট পায়ে তোমার হাত ধরে পথ চলতে চলতে এই পর্যন্ত এসেছি এর পেছনে তোমার
অবদান শীর্ষে মা। তুমি আমার জীবনের প্রথম দেখা সেই জন যাকে আল্লাহ তার
অনুপস্থিতিতে আমার কাছে পাঠিয়েছে তুমি আমার জীবনের পথ চলা থেকে শুরু করে
জীবনের শ্রেষ্ঠ এবং ভালো একজন মানুষ হিসেবে তৈরি করেছ। তোমার তুলনা কারো
সাথে হয়না মা। প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোমার
দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই। .আল্লাহতায়ালা যেন তোমার আয়ু হাজার বছর
বাড়িয়ে দেয় এবং তোমার হাতটা সারা জীবন যাতে ছায়ার মত আমার মাথার উপর
থাকে। তোমাকে সত্যিই অনেক ভালবাসি মা..
সৌম্য সরকার : সকল মায়ের
প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। যদিও প্রতিটি দিনই 'মা দিবস'; তবু আজকের দিনটা
একটু বেশিই স্পেশাল মায়েদের জন্য ভালোবাসা প্রকাশের জন্য। শুভ মা দিবস।
মুস্তাফিজুর রহমান : তুমি
আমার সকল সাফল্যের অনু্প্রেরণা। তোমার সমর্থন ছাড়া আমি কখনই আজকের জায়গায়
আসতে পারতাম না। তোমাকে ভালোবাসি মা। সবার জন্য মা দিবসের শুভেচ্ছা।
লিটন কুমার দাস : শুভ মা দিবস...।
মেহেদী হাসান মিরাজ : বিশ্বের সকল মায়েদের জন্য মা দিবসের শুভেচ্ছা। সবার প্রতি অনুরোধ, মায়ের জন্য এমন কিছু করুন যাতে তার মুখে হাসি ফোটে - মিরাজ।

খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়