Thursday, May 16

জন্মের পরই ঝকমকিয়ে উঠল শিশুর দাঁত, হতভম্ব ডাক্তারও

কানাইঘাট নিউজ ডেস্ক:

জন্মের পরই সদ্যজাত মেয়ের মুখ দুটি দাঁত দেখ চমকে উঠেছিলেন মা। সঙ্গে সঙ্গে দেরি না করে ডাক্তারদের জানান সে কথা। আর চিকিৎসকেরা মেয়ের মুখের দাঁত যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করে তুলে ফেলার নির্দেশ দেন। গত সপ্তাহেই শিশুটির মুখে এই অস্বাভাবিক দাঁত তুলে দেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। 

চিকিৎসকদের মতে, এই দাঁত সদ্যোজাতের মুখে অত্যন্ত বিরল ও অস্বাভাবিক। বলা হয় ৩০ হাজার মানুষের মধ্যে একজনের মুখে এই দাঁত দেখা যায়। এ ধরনের গ্রোথ থাকলে সন্তানদের মায়ের দুধ খাওয়ানো সমস্যা হয়। ফলে শিশুর সঠিক পুষ্টি হয় না। এর থেকে শিশুর জিভে আলসার হওয়ারও সম্ভাবনা থাকে। একইসঙ্গে ডাক্তাররা বলেছেন, ছেলেদের তুলনায় মেয়েদের মুখেই এটি বেশি দেখা যায়।
সদ্যোজাতের মুখে এধরনের দাঁত সাধারণত স্বাভাবিক দাঁতের মতোই দেখতে হয়। তবে হলুদ একটি আচ্ছাদন থাকে। এবং দাঁতের কোনও জোর থাকে না। এটি সাধারণত মায়ের গর্ভে থাকার সময় হরমোনাল পরিবর্তনের কারণে হয়ে থাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়