Tuesday, May 28

কঙ্গোয় নৌকাডুবিতে ৩০ জনের মৃত্যু, নিখোঁজ ১৫০

আন্তর্জাতিক ডেস্ক::

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে একটি নৌকাডুবির ঘটনায় ৩০ জন মারা গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত আরো দেড় শতাধিক।

সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মাই-এনদোম্বে লেকে ঝড়ো বাতাসের কারণে অতিরিক্ত যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে। দুর্ঘটনার শিকার নৌকাটিতে ৩৫০ জন যাত্রী ছিল। 
কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় শহর ইনোগো’র মেয়র সাইমন এমবো ওয়েম্বা জানান, নৌকাটি ডুবে যাওয়ার পরপরই সেখানে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ১৮৩ জনকে উদ্ধার করে।

কঙ্গোতে নৌপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পরিবহন খরচ কম হওয়ায় দেশটির প্রত্যন্ত অঞ্চলসমূহে বসবাসকারী বেশিরভাগ লোকজনই নৌপথে যাতায়াত করে। কিন্তু অব্যবস্থাপনা ও অতিরিক্ত যাত্রী বহনের কারনে ঘটা দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটে। 
২০১৫ সালে দেশটিতে এক নৌকডুবির ঘটনায় অন্তত একশ’ জন নিখোঁজ হয়েছিল, যাদের পরবর্তীতে আর সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়