Wednesday, May 22

হকির প্রশিক্ষন ক্যাম্প শুরু কাল

নিউজ ডেস্ক:
আসন্ন ইনডোর এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রণের লক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের তত্ত্বাবধানে কাল থেকে শুরু হচ্ছে প্রশিক্ষন ক্যাম্প।
বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রাথমিকভাবে ৩৪জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে এই প্রশিক্ষন ক্যাম্পের জন্য। মনোনীত খেলোয়াড়দের আগামীকাল দুপুর ২ টায় কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামান এর নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
প্রশিক্ষন ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা :
অসীম গোপ (জিকে) ,মঈনুল ইসলাম কৌসিক,আবু সাঈদ নিপ্পন  (জিকে),মো: আরশাদ হোসেন, বিপ্লব কুজুর   (জিকে), মো: মাহবুব হোসেন, আল আমিন মিয়া (জিকে), দ্বীন ইসলাম ইমন, ইমরান হাসান পিন্টু, সারোয়ার মোর্শেদ শাওন, মো: খোরশেদুর রহমান, শফিউল আলম শিশির, মো: ফরহাদ আহমেদ শিতুল, হাসান জুবায়ের নিলয়, মো: আশরাফুল ইসলাম, মো: মহসীন, কামরুজ্জামান রানা, আবেদ উদ্দিন, সোহানুর রহমান সবুজ, প্রিন্স লাল সামন্ত, সারোয়ার হোসেন, রেজাউল করিম বাবু, রোমান সরকার, মেহেদী হাসান, নাঈম উদ্দিন, তাহের আলী, ফজলে হোসেন রাব্বি, মো: রাকিন, রাসেল মাহমুদ জিমি, রাজু আহমেদ তপু, পুস্কর খীসা মিমো, আল নাহিয়ান শুভ, মিলন হোসেন, সিফাত আহমেদ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়