Friday, May 10

কানাইঘাটে চোরাই গরু বিক্রিকালে গরুসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার বিকেল আড়াইটার দিকে উপজেলার সাতবাঁক ইউপির স্থানীয় ভবানিগঞ্জ বাজারে বাবুল নামে এক ব্যক্তি ১ গাভী ও ১টি বাছুর নিয়ে বাজারে বিক্রি করতে আসলে বাজারের ডাকমাশুলদারের সন্দেহ হলে গরু বিক্রেতার কাছে গরু দুইটির মাশুল কার্ড চান। কিন্তু বাবুল কার্ড দেখাতে পারে নি। এ সময় বিভিন্ন টালবাহানা শুরু করে এবং ঘরের গরু বলে দাবী করে। পরে বিষয়টি ডাক মাশুলদার বাজার কমিটিকে অবহিত করলে কমিটির সভাপতি আলা উদ্দিনের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গরু বিক্রেতা গরু দুইটি চুরির বলে স্বীকার করে।
সে আরো জানায়, মাতার গ্রামের সম নামের জনৈক এক ব্যক্তি মৌলভীবাজার জেলার বড়লেখা বাজারের পাশের গ্রাম থেকে ৯/১০টি গরু চুরি করে আনা হয় এবং সে ঐ চোর চক্রের সাথে কাজ করে।
তবে বাবুল জানায়, ঐদিন বড়লেখায় চুরির সাথে সে জড়িত ছিল না, তাকে শুধু গরু ২টি বিক্রি করার জন্য পাঠানো হয়েছে।
পরে বাজার সভাপতি ও স্থানীয় লোকজন গরু ২টি ও গরু চোর বাবুলকে আটক করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুনকে অবগত করেন। বাবুল পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউপির বেউর গ্রামের মঈন মিয়ার পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরু দু’টি ও চোর বাবুল বাজার কমিটির হেফাজতে রয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/১০মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়