Tuesday, May 14

কিয়ারার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহিদ কাপুর!

বিনোদন ডেস্ক::

কিয়ারা আদভানি প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহিদ কাপুর। প্রেমে পাগল শাহিদ ক্রমাগত অ্যালকোহলিক হয়ে উঠছেন, নিজের উপরেই চালাচ্ছেন অত্যাচার। তবে এ গল্প এক্কেবারেই বাস্তবে নয়। সোমবার মুক্তি পাওয়া ছবি 'কবীর সিং'এর ট্রেলারে এভাবেই ধরা দিয়েছেন শাহিদ কাপুর।

২০১৭ সালে সুপারহিট তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি'র হিন্দি রিমেক হল 'কবীর সিং'। যেখানে মেডিক্যাল স্টুডেন্ট এবং পরবর্তীকালে চিকিৎসকেরয় ভূমিকায় দেখা যাবে শাহিদকে। যার বিপরীতে মেডিক্যাল স্টুডেন্ট প্রীতির ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানিকে। ছবির গল্প অনুযায়ী শাহিদ অর্থাৎ কবীর সিংয়ের অজান্তেই প্রীতির বাবা-মা মেয়ের অন্যত্র বিয়ে দিয়ে দেয়। 
এ খবর জানতে পারার পর থেকেই প্রীতির প্রেমে পাগল কবীর ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলতে শুরু করে। সে অ্যালকোহলিক হয়ে ওঠে। সোমবার মুক্তি পাওয়া কবীর সিংয়ের ট্রেলারে ফুটে উঠেছে সেই চিত্রই। শাহিদের অ্যালকোহলিক হয়ে ওঠার দৃশ্য ছাড়াও ট্রেলার শাহিদ-কিয়ার প্রেমের বেশকিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে।
তেলুগু ছবি অর্জুন রেড্ডি একটা সুপারহিট ছবি। যারা তেলুগু ছবিটি দেখেছেন তারা হয়তো সিনেমার গল্পটি জেনে থাকবেন। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেরই ট্রেলারটি ভীষণ পছন্দ করেছেন। কেউ আবার এটির সঙ্গে তেলুগু ছবির তুলনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়