Thursday, April 4

কানাইঘাটে অবৈধ করাত কলে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়নে লাইসেন্স বিহীন ৪টি অবৈধ করাত কলে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নগদ ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা বিট অফিসের কর্মকর্তা ও থানা পুুলিশ কে সাথে নিয়ে চতুল ইউনিয়নের জনবহুল এলাকায় অবস্থিত লাইসেন্সবিহীন এসব করাত কলে তিনি অভিযান চালান। 
এ সময় নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা অবৈধভাবে জনবহুল স্থানে লাইসেন্স বিহীন করাত কল বসিয়ে পরিচালনা করার দায়ে চতুল বাজারে পাশে অবস্থিত সোমিল মালিক মারুফ হোসাইন,কবির উদ্দিন এবং চতুল ঈদগাহ বাজারের পাশে অবস্থিত নুরুল ইসলাম ও আম্বিয়া কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মামলা দায়ের করে জন প্রতি ২হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

অভিযানকালে এ ৪টি করাত কলের বেল্ট জব্দ করা হয় এবং অবৈধভাবে করাত কল না চালানোর জন্য মালিকদের নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।

ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি সচেতন মহলের

কানাইঘাট নিউজ ডটকম/০৪ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়