Monday, April 8

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে কানাইঘাটে নানা উদ্যোগ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
ভূমি সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সংক্রান্ত সবধরনের সেবা প্রদান করা হবে।

আগামী ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস, সরকারী ছুটির দিনও খোলা থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিদিনের সেবার পাশাপাশি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিসে তাৎক্ষনিক সেবা প্রাপ্তিদের ই-নামজারী আবেদন গ্রহন ও নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমির আবেদন গ্রহন ও কবুলিয়ত সম্পাদন, নামজারী রিভিউ ও বিবিধ মামলার আবেদন গ্রহন, উর্ধ্বতন কর্তৃপক্ষ, সুশীল সমাজ, সাংবাদিক এবং সেবা প্রাপ্তীদের মতামত গ্রহণ ও গণ শুনানী অনুষ্ঠিত হবে।
ভূমি সেবা উপলক্ষ্যে ১০ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে সকলের অংশ গ্রহনে র‌্যালি, পরবর্তী ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ভূমি সেবা সপ্তাহের এসব সেবা গ্রহণের পাশাপাশি র‌্যালি ও আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকার জন্য ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং আহ্বান জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/০৮ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়